মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা হাজী মাস্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে৷ অত্র মাদ্রাসার সাবেক সভাপতি হাজী মাস্টার রেহান উদ্দিন আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাটেরা হাজী মাস্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মোঃ আবুল খায়ের আখন্দ৷ মাদ্রাসার সুপার মাও আঃ মবিন আখন্দ এর সার্বিকপরিচালনায় সহকারী শিক্ষক,,,, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার সহধর্মিনী আমেরিকা প্রবাসী শিরিনা আক্তার, মাদ্রাসার সভাপতি ডাঃ মোঃ আবুল বাশার আখন্দ, এসজিপি,ক্যাপ্টেন অবঃ মোঃ রফিকুল ইসলাম আখন্দ, সমাজ সেবক মোঃ মোস্তফা কামাল মালিক, টাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ৷ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে দাখিল পরিক্ষার্থীদের মঙ্গলকামনার্থে দোয়া ও মোনাজাত করা হয়৷