নিজস্ব প্রতিবেদক। ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাধীন উত্তর চান্দলা আদি শিব মন্দির প্রাঙ্গণে অষ্টম প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত হয়।
তদুপলক্ষে গত বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকেলবেলা শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন শেষে অধিবাস অন্তে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। পরদিন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সূর্যোদয় হতে অষ্টম প্রহর প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে শুক্রবার ৯ ফেব্রুয়ারী সূর্যোদয়ে সমাপ্ত। এরমধ্যে বৃহস্পতিবার শ্রী শ্রী শিব ঠাকুরের পূজা অর্চনা শেষে মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।