মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শাহ্ছুফি মরহুম নাছির উদ্দীন শাহ্(রঃ) স্মরণে ৭৮ তম ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে৷ গত বুধবার ৭ ( ফেব্রুয়ারি) উপজেলা বেড়াখলা হাজী বাড়িতে সারা রাত ব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়৷ বেড়াখলা শাহী ঈদগাহ এর খতিব মাও জালাল উদ্দীন এর সভাপতি মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার জহিরুল হক মিঠুন, প্রতিষ্ঠাতা দুনিয়া ও আখিরাত সামাজিসংগঠন ও সাধারন সম্পাদক ব্রাক্ষনপাড়া উপজেলা বিএনপি, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর৷ মাহফিলে শুভ আগমন করেন শিদলাই দরবার শরীফের পীর সাবেক মাও মোঃ রুহুল আমিন৷ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর দরবার শরীফের পীর সাবেক মাও নাইমুর রহমান৷ বেড়াখলা মনিং স্টার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাও মোঃ আমিনুল ইসলাম এর পরিচালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাও ফয়েজ আহম্মেদ সরকার, মাও মোঃ সাইফুল আলম ভূইয়া, মাও সিরাজুল ইসলাম খান, মাও হাফেজ মোঃ আলমগীর হোসাইন, মাও মোঃ মনিরুল ইসলাম মুন্সি, মাও মোঃ আবু নাঈম, মাও মোঃ আবু কাউছার৷ মাহফিলে এলাকার সকল কবর বাসীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়৷ এসময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন৷