তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আসছে ৮ ও ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার কুমিল্লা মহেশাঙ্গণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার আয়োজনে সৎসঙ্গের প্রাণ পুরুষ যুগ-পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে প্রথম দিন ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত প্রার্থনা শেষে গঙ্গা আহবান ও মাঙ্গলিক অধিবাস।
দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৬টা হতে যথাক্রমে পুরুষোত্তমের শুভ একশত ছয়ত্রিশতম জন্ম লগ্ন ঘোষণা, সমবেত প্রার্থনা ও মন্দির প্রদক্ষিণ শেষে নাম ধ্যান, শ্রীমদ্ভাগবত পাঠ, লীলা কীর্তন এবং দুপুরে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ ও সু-বিবাহ-ই সুখী সুন্দর পরিবারের মূল ভিত্তি বিষয়ক "মাতৃ সম্মেলন"। বিকেল ৪টায় সৎসঙ্গ শিক্ষা বৃত্তি প্রদান শেষে সমবেত প্রার্থনা এবং সন্ধ্যায় আমাদের জীবনে ধর্ম কেন পালনীয় এর প্রাসঙ্গিকতায় অনুকূল দর্শন বিষয়ক " ধর্মসভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন খাদ্য অধিদপ্তরের পরিচালক (অবঃ) তপন কুমার দাস, স্বাগত আলোচক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলীপ পোদ্দার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (অবঃ) ও পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক তাপস বর্মন। এছাড়াও আলোচনা করবেন কেন্দ্রীয় আশ্রম ও অন্যান্য আশ্রম থেকে আগত ঋত্বিক দেবতাবৃন্দ। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় "সংগীত সন্ধ্যা"।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।