শামীম রায়হান॥
দাউদকান্দিতে বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী সিফা আক্তার, উপমা সূত্রধরের সঞ্চালণায় ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা : আয়েশা আক্তার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রথমে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আর শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি বেশি বেশি বই পড়ার আহবান জানান।
সোমবার(৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম৷
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, অত্র বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকী মোসাম্মৎ নাছিমা আক্তার,সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন,সিনিয়র শিক্ষক মোঃ আবু হানিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।