তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার তিতাসে ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা ১ দিন বয়সের নবজাতক কন্যা শিশুটিকে দত্তক নিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ও লিখিতভাবে অনেকেই উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও সমাজসেবা কর্মকর্তার বরাবর আবেদন করেছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাতাকান্দি বাজার উত্তর আকালিয়া সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কের ময়লার ভাগাড় থেকে জীবিত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে তিন বন্ধু উপজেলা উত্তর আকালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সাব্বির মিয়া (২৪), একই গ্রামের মো. শেখ ফরিদের ছেলে মো. সজিব (২২) ও মো. হাসান মিয়ার ছেলে মো. ফয়সাল (২৪)।
তারা জানান,আমরা তিন বন্ধু মিলে সন্ধ্যার পর ঘুরতে যাচ্ছিলাম।
রাস্তার পাশে ময়লার ভাগাড় অতিক্রম করার সময় হঠাৎ এক শিশুর কান্না শুনতে পাই।
প্রথমে মনে করেছি বিড়ালের বাচ্চা , তারপর কাছে গিয়ে দেখি নবজাতক একটি ফুটফুটে কন্যা শিশু।
তখন আমরা শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে আমাদের জেঠিমার কাছে রাখি।
তবে নবজাতকের বাবা-মায়ের কোনো পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন, তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান বলেন,উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মোতাবেক ও শিশু আইন ২০১৩ এর নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।