নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ৩ ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল ইসলাম হত্যার ঘটনায় চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারকে প্রধান আসামি করে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় এজাহারভুক্ত ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামি করা হয়েছে।এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত যুবলীগ নেতা কামরুল ইসলামের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বুধবার মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা কামরুল ইসলাম হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বাবা আবদুর রব বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় এজাহারে ২৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ২০/২৫জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে র্যাব ও সিআইডির পাশাপাশি পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন।
উল্লেখ্য,সোমবার (২৯ জানুয়ারি) বিকালে মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের বাগ বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা কামরুল ইসলাম মারা যান।