মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাহারি পিঠার সাজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৭ জানুয়ারি ) দিনব্যাপী উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার স্থানীয় বিদ্যাপীঠ চারিপাড়া আইডিয়াল স্কুলের আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে ৩০টির বেশি দেশীয় পিঠার সমাহার নিয়ে ৬টি স্টল উপস্থাপন করা হয়। চারিপাড়া আইডিয়াল স্কুল পরিচালনা পর্ষদের আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ পিঠা উৎসব কে কেন্দ্র করে স্কুল ক্যাম্পাসে নানান বয়সী ক্রেতাদের ভিড় জমে৷ চারিপাড়া আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের বানানো পিঠা গুলোর মধ্যে অন্যতম হল সাজের পিঠা, নকশি পিঠা, নারকেলপুরি, তিলের পিঠা, মশলা পিঠা, দুধ সর পিঠা, ছিদ্র পিঠা, শামুক পিঠা, ঝাল জামাই পিঠা, রোল পিঠা, আনন্দ পিঠা, দুধ পাকন পিঠা, গাজর হালুয়া পিঠা, বিস্কুট পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, চিতই, দুধ চিতই, ফুল পিঠা, পাটিসাপটা পিঠা, শীতের পুলি, পাখি পিঠা, নিমপাতা পিঠা, ভাপা পিঠা, পাকন পিঠা, তেলের পিঠা ইত্যাদি৷ সকাল থেকে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, চান্দলা কে বি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, চারিপাড়া আইডিয়াল স্কুলের সভাপতি হাজী আঃ জব্বার, মোঃ সিরাজুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক সাইচাপাড়া বি জে এম এ উচ্চ বিদ্যালয়, চান্দলা কে বি স্কুল এন্ড কলেজ এর জলেজ শাখার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, স্কুলের সেক্রেটারি মোঃ জাকির হোসেন, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আবু সাইয়িদ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সবুজ মিয়া৷ দিনব্যাপী পিঠা উৎসবে নিজেদের বিদ্যালয় প্রাঙ্গনে বাহারি পিঠার সমাহার দেখে আনন্দে মাতোয়ারা স্কুলের শিক্ষার্থীরা৷ পিঠা উৎসবে স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার সাধারন পিঠা প্রেমিরা উপস্থিত ছিল৷