তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
গত ২২ জানুয়ারি সোমবার হতে ৪দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন ২নং দূর্গাপুর ইউনিয়নস্থিত আড়াইওরা সার্ব জনীন কালী বাড়ী ও মহাশ্মশানে ২১তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত হয়।
তদুপলক্ষে ২২জানুয়ারি সোমবার সন্ধ্যা ৫ টা হতে যথাক্রমে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও আলোচনা এবং ২৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টা হতে শ্রী শ্রী কালী মায়ের পূজা ও হোম, বিকেল সাড়ে ৪টায় শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন শেষে অধিবাস অন্তে ২০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে ১১মাঘ শুক্রবার সূর্যোদয়ে সমাপ্ত হয়। এরপর দিন ২৪ জানুয়ারি বুধবার সকাল ১০টা হতে যথাক্রমে ২০২৩ সনে মহাশ্মশানে সৎকারকৃত প্রত্যেক বিদেহী আত্মার শান্তি কামনায় পিন্ডদান করেন আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্রী কৃষ্ণ চন্দ্র পাল।
চতুর্থ দিন ২৫ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এতে নামামৃত পরিবেশন করেন- সাতক্ষীরা হতে আগত নন্দ কিশোর সম্প্রদায়, খুলনা পাইকগাছা লক্ষ্মীপ্রিয়া সম্প্রদায় ও দাকোপ বন্ধু সুন্দর সম্প্রদায়, ফেনী গিরিধারী সম্প্রদায়, সাতক্ষীরা ব্রজগোপী সম্প্রদায় ও খুলনা বিশ্ব মন্দির সম্প্রদায়।
এদিকে, আড়াইওরা সার্বজনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার পাল বলেন- আসছে ১৬ এপ্রিল মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা ও মহাষ্টমী তিথীতে গোমতী নদীর পুন্য সলিলে স্নান ও তর্পণ অনুষ্ঠিত হবে।