দৈনিক কুমিল্লা রিপোর্ট।।
কুমিল্লার দেবিদ্বারে পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. শরীফ (৩০)-কে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত এক পিকআপ জব্দ করা হয়েছে।
মাদক কারবারি মো. শরীফের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর এরশাদ খানের বাড়ি মৃত হারুন রশিদের ছেলে।
(২১ জানুয়ারি) রোববার দিবাগত রাত প্রায় ১২টায় সময় উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি নয়ন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি দিবাগত রাত ১২টায় সময় দেবিদ্বার থানায় কর্মরত এসআই থোয়াইছামং চাক নয়ন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ইউসুফপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এ সময় ইউসুফপুরে ফিলিং স্টেশনের সামনে রাস্তা হতে ৩০ কেজি গাঁজাসহ শরীফকে আটক করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানায় এজাহার দায়ের করলে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়।
২২ জানুয়ারি সোমবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।