মোঃ রেজাউল হক শাকিল।।
সামাজিক সংগঠন"বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠন" এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ২ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
(২২ জানুয়ারী) সোমবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আবদুল মতিন খসরু কলেজ মাঠে কম্বল বিতরণ করা হয়।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া'র সভাপতিত্বে সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও স.ম. আজহারুল ইসলাম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের গভর্নিং বডি ও এর প্রতিষ্ঠা সভাপতি শিক্ষানুরাগী মোঃ মাহাবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু।
এসময় উপস্থিত ছিলেন মালাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, সহ-সভাপতি ফয়সাল মাহমুদ, সহ-সভাপতি জাকির হোসেন, সহ সাংগঠনিক আবু সুফিয়ান,সহ প্রচার সম্পাদক সম্পাদক গোবিন্দপথ গোস্বামী,নির্বাহী সদস্য হাসান খান পাঠান, নির্বাহী সদস্য সার্ভার আলম, নির্বাহী সদস্য মোঃ রাব্বি, নির্বাহী সদস্য শামীম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত সবার জন্য আনন্দের হয় না। আমাদের সমাজে যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে স্বচ্ছল ব্যাক্তিদের উচিৎ তাদের পাশে দাঁড়ানো। আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।