তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
২২ জানুয়ারি সোমবার হতে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নস্থিত আড়াইওরা সার্ব জনীন কালী বাড়ী ও মহাশ্মশানে ২১তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে প্রথম দিন ২২জানুয়ারি সোমবার সন্ধ্যা ৫ টা হতে যথাক্রমে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও আলোচনা।
দ্বিতীয় দিন ২৩ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টা হতে শ্রী শ্রী কালী মায়ের পূজা ও হোম, বিকেল সাড়ে ৪টায় শুভ অধিবাস, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন এবং ৮ মাঘ মঙ্গলবার অধিবাস অন্তে ২০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন আরম্ভ হয়ে ১১মাঘ শুক্রবার সূর্যোদয়ে সমাপ্ত।
তৃতীয় দিন ২৪ জানুয়ারি বুধবার সকাল ১০টা হতে যথাক্রমে ২০২৩ সনে মহাশ্মশানে সৎকারকৃত প্রত্যেক বিদেহী আত্মার শান্তি কামনায় পিন্ডদান। এতে পিন্ডদান করবেন আড়াইওরা সার্ব জনীন কালী বাড়ী ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্রী কৃষ্ণ চন্দ্র পাল।
চতুর্থ দিন ২৫ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ।
এতে নামামৃত পরিবেশন করবেন- সাতক্ষীরা হতে আগত নন্দ কিশোর সম্প্রদায়, খুলনা পাইকগাছা লক্ষ্মীপ্রিয়া সম্প্রদায় ও দাকোপ বন্ধু সুন্দর সম্প্রদায়, ফেনী গিরিধারী সম্প্রদায়, সাতক্ষীরা ব্রজগোপী সম্প্রদায় ও খুলনা বিশ্ব মন্দির সম্প্রদায়।
এ ছাড়াও আসছে ১৬ এপ্রিল মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা ও মহাষ্টমী তিথীতে গোমতী নদীর পুন্য সলিলে স্নান ও তর্পণ অনুষ্ঠিত হবে।