মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় সিয়াম গাজী নামে এক যুবক আহত হয়েছে৷ হামলার শিকার সিয়াম উপজেলার বালিনা শাহজাহান মুহরি বাড়ির মোঃ রাসেল মিয়ার ছেলে৷ আহত সিয়াম গাজীর মা আছমা আক্তার ও থানার অভিযোগ সুত্রে জানা যায় গত শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে আমার ছেলে ঢাকাই কাবাব থেকে কাজ শেষে বাসায় ফিরে৷ তার ১৫-২০ মিনিট পরে আমাদের ভাড়া বাসায় কয়েকজন লোক নক করে৷ দরজা খোলার সাথে সাথে অজ্ঞাত তিনজন লোক আমার ছেলেকে জোর করে পাশে অবস্থিত মন্দিরের কাছে নিয়ে যায়৷ মন্দিরের কাছে নিয়ে তারা আমার ছেলের দুই হাতে দাড়ালো ছুড়ি দিয়ে আগাত করে রক্তাক্ত জখম করে৷ আমার ছেলের ডাক চিৎকারে আসপাশের লোকজন এলে মুখোশধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ তখন সিয়ামের বামহাত থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল৷ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসি৷ হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ আমার ছেলের কারুর সাথে কোন শত্রুতা নেই৷ কে বা কারা তার উপর হামলা করেছে তা আমার জানা নেয়৷ আমার ছেলের উপর হামলার বিষয়ে রবিবার ১৪ জানুয়ারি ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেছি৷ এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতিকুল্লাহ বলেন অভিযোগের ভিক্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে৷