মারুফ হোসেনঃ
সোমবার (৮ জানুয়ারি) দুপুর দুইটায় দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের নোয়াবগন্জ জসিম মিয়ার বাড়ি থেকে প্রায় তিন থেকে চারশত মোটরসাইকেলে প্রায় এক হাজার নেতাকর্মী নিয়ে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানাতে উপজেলার নুরপুর হাই স্কুল মাঠ থেকে উপজেলার খলিলপুর চেয়ারম্যান অফিস, দেবিদ্বার হয়ে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জসিম মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন আমাদের দেবিদ্ধার উপজেলায় সঠিক নেতৃত্বের অভাব ছিল। দীর্ঘদিন পর আমরা একজন সঠিক মানুষের হাতে নেতৃত্ব দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পাশাপাশি আমাদের দেবীদ্বার উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বানানোর জন্য যেই সঠিক নেতৃত্বটি দরকার ছিল তা আমরা পেয়ে গেছি। আমরা বিশ্বাস করি জনাব আবুল কালাম আজাদ এমপি আমাদের এই দেবিদ্ধার উপজেলা থেকে মাদক কারবারি, মাটিকাটা সিন্ডিকেট এবং জিবি নামে যে চাঁদাবাজি এই সব ধরনের অপকর্ম বন্ধ করে দিবেন।
বিগত দিনে যিনি এমপি ছিলেন তার নেতাকর্মীদের অত্যাচারে বিভিন্ন মিথ্যা মামলার হয়রানির কারণে আমরা বাড়িঘরে প্রবেশ করতে পারিনি। সেইসাথে এলাকাতে একটি বিল্ডিং অথবা একটি জায়গা বিক্রি করতে গেলেও দিতে হয়েছে টেক্স। পাশাপাশি মাদকের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল এই দেবিদ্ধার উপজেলায়। আমরা বিশ্বাস করি এইবার সঠিক লোকের হাতে নেতৃত্ব গিয়েছে। যিনি সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। গরিবের সুখে দুখে পাশে থাকেন। যেকোন বিপদে ডাকলেই খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই। যার কাছে কোন অসহায় মানুষ কোন কিছুর কাছে জন্য গেলে খালি হাতে ফেরত দেন না। তিনি আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় এই অত্র উপজেলার জন্য যা করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।তার সাথে এইবার সংসদে কথা বলবেন এই দেবিদ্ধার উপজেলাকে নিয়ে তার চেয়ে আনন্দ আর কি হতে পারে। পরে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদের বাসগৃহে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা বিদায় নেন।