নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এই জয় আওয়ামী লীগের জন্য বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনে মো. আবদুল মজিদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জাহাঙ্গীর আলম, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মো. আবুল কালাম আজাদ ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে এম এ জাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
এই চারজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তারা স্থানীয়দের কাছে জনপ্রিয় ছিলেন এবং নির্বাচনে প্রতীকী প্রতীক নিয়ে নির্বাচন করেও জয়ী হতে সক্ষম হন।