নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ভোট গ্রহণের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। বিভিন্ন উপজেলা সদর থেকে আনসার-পুলিশসহ নির্বাচনি কর্মকর্তাদের তাদের স্ব স্ব কেন্দ্রে পাঠানোর আগে নির্দেশনা দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ। শনিবার সকাল থেকে কুমিল্লা জিলা স্কুল মাঠ থেকে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলায় বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জামাদি পাঠানোর কার্যক্রম শুরু হয়। রোববার ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।
কুমিল্লা জেলায় ১ হাজার ৪ শ ৩৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮ শতাধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রেখেছে প্রশাসন। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা ১ হাজার কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণের জন্য জেলায় মোট ৯১ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট দায়িত্ব পালন করছেন। সাড়ে ৪ হাজার পুলিশ সদস্য, ১৭ হাজারেরও বেশি আনসার সদস্য, ৩৩ প্লাটুন বিজিবি ও সেনা বাহিনীর সদ্যস্যরা আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত থাকবেন।