1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় - Dainik Cumilla
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলাম নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রে সাংবাদিকদের পালনীয় নির্দেশনাবলী বিষয় উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন, তবে কোনক্রমেই গোপন কক্ষের ভিতরের ছবি ধারণ করতে পারবেন না। একই সাথে দুইয়ের অধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না। ভোটকক্ষের নির্বাচনি কর্মকর্তা, নির্বাচনি এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না। ভোট কক্ষের ভিতর হতে কোনভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে, কোনক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাঁধার সৃষ্টি করা যাবে না। সাংবাদিকগণ ভোটগণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, ছবি নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না। ভোটকক্ষ হতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না। কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ থেকে বিরত থাকবেন। ভোটকেন্দ্রে সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশনা মেনে চলবেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনরূপ হস্তক্ষেপ করতে পারবেন না। কোন প্রকার নির্বাচনি উপকরন স্পর্শ বা অপসারণ করতে পারবেন না। নির্বাচনি সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যেকোন ধরণের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা হতে বিরত থাকবেন। উপরোল্লিখিত নির্দেশনা কোন সাংবাদিক পালন না করলে কার্ড ইস্যুকারী কর্তৃপক্ষ তার সাংবাদিক পাশ বাতিল করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট সাংবাদিক বা উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাচনি আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নীতিমালা নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষেদের সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের জন্য প্রযোজ্য হবে। নির্বাচন কমিশনের আদেশক্রমে ও নীতিমালা জারী করা হলো। এটি অবিলম্বে কার্যকর হবে।

এছাড়াও জানা গেছে, কুমিল্লা-৫ আসনের আওতাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রের অনুকূলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন ৩ থেকে ৪ জন ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ সদস্য, পুলিশের ১৭০ সদস্য, বিজিবি’র ৪০ সদস্য ও আনসার ট্রেকিং ফোর্সের ৭ সদস্য। ৭ জানুয়ারি সকালেই ভোটকেন্দ্রে যাবে ব্যালট পেপার।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, দৈনিক ইনকিলাবের ব্রাহ্মণপাড়া সংবাদদাতা মো. আবদুল আলীম খান, দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার ইসমাইল নয়ন, দৈনিক ভোরের সূর্যোদয়ের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মোঃ রেজাউল হক শাকিল, দৈনিক শিরোনাম পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মোঃ অপু খান চৌধুরী, দৈনিক কালবেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক আজকের পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম, দৈনিক আমাদের নতুন সময়ের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মো. ফারুক আহমেদ, দৈনিক প্রতিদিনের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী রুবেল, দৈনিক মানব জমিনের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD