বিল্লাল হোসেন খোকন ঃ
গত ৪ ঠা জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন করার লক্ষে বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলো বরুড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ। বিকাল চার ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মইন উদ্দিন ও উপজেলা নিবাচন কর্মকতা মোঃ ওসমান গনি। সাংবাদিকদের সাথে আলোচনাকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, আগামী ৭ ই জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার লক্ষে বরুড়ার প্রশাসন সার্বিক ভাবে প্রস্তুতি গ্রহন করেছে। তিনি বলেন, বরুড়া বর্তমান ভোটার পুরুষ ১৭৯২১৫, মহিলা ভোটার ১৭০১৮১ এবং তৃতীয় লিংগ ৪। বিপরীতে ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩ এতে প্রজাইটিং অফিসার সংখ্যা ১০৩, সহকারী প্রিজাইটিং অফিসার ১৪৩৪ জন। প্রতিটি কেন্দ্রে দ্বায়িত রত পুলিশ প্রায় ৩০০ শত বিজিবি ২ প্লাটুন, ৫০ জন আর্মী এবং ১৬ জন র্যাব সহ আনসার ও স্টাইকিং ফোর্স দ্বায়িত্ব পালন করবে সার্বিকভাবে। তিনি বলেন, অবাধ সুষ্ট ও নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনার লক্ষে স্টাইকিং ফোর্স হিসাবে ভ্রাম্যমান আদালত দ্বায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন,নির্বাচন বানচাল বা কোন প্রকার বিশৃংখলা সৃষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া নির্বাচন সুন্দর ও সুষ্টভাবে পরিচালনার লক্ষে প্রতিটি কেন্দ্রে সি,সি ক্যামেরার নিয়ন্ত্রনে থাকবে। এসময় উপস্থিত ছিলেন,বরুড়া উপজেলা প্রেসক্লাব ও বরুড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।