নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার খ্যাতনামা শিক্ষাবিদ ও কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের গতকাল রবিবার ৩১ ডিসেম্বর বিকেলে প্রায় ৩১ বছরের চাকরি জীবন যবনিকা টেনে অবসরে যান।রাতে সাড়ে ৮টা তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কুমিল্লার উন্নয়নে এমপি বাহারের সাথে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।