1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৩৯ বছরেও ওয়াদার বরখেলাপ করিনি। কোন অন্যায়কারীকে ছাড় দেইনি,কুমিল্লার মানুষের মঙ্গলে কাজ করেছি-এমপি বাহার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা-৯ নির্বাচনি আসন পুনর্বহাল ও খসড়া বাতিল দাবিতে মহাসড়ক অবরোধ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাঙ্গলকোটে বিএনপির বিজয় র‌্যালী বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরাই ঠিক করবেন: ডা. জাহিদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

৩৯ বছরেও ওয়াদার বরখেলাপ করিনি। কোন অন্যায়কারীকে ছাড় দেইনি,কুমিল্লার মানুষের মঙ্গলে কাজ করেছি-এমপি বাহার

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,৩৯ বছরেও ওয়াদার বরখেলাপ করিনি। কোন অন্যায়কারীকে ছাড় দেইনি। কুমিল্লার মানুষের মঙ্গলে কাজ করেছি। সেই ১৯৮৪ সালে পৌর নির্বাচনে দুইটি ওয়াদা করেছিলাম। নির্বাচিত হলে সকল মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। সততার সাথে কাজ করব ,কোন অন্যায়কে প্রশ্রয় দিব না। কুমিল্লার উন্নয়নের প্রশ্নে আপোষ করিনি। আপনারা দেখেছেন, বিভাগ দাবীতে আপার (শেখ হাসিনা) সাথেও কুমিল্লা, কুমিল্লাই বলেছি।নেত্রী বলেছেন,মেঘনা। আমি বলেছি না আপা, কুমিল্লা। মোশতাকের কুমিল্লা বলে আমাদের অপবাদ দেওয়া হয়।৭ জানুয়ারী ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে এই কুমিল্লা শেখ হাসিনার। আমাদের মায়েদের সবছেয়ে বেশি সম্মানিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী ৭ তারিখ পুরুষের আগে মায়েরা কেন্দ্রেগিয়ে নৌকায় ভোট দিবেন। এই নৌকার মালিক শেখ হাসিনা,এই নৌকার মালিক বঙ্গবন্ধু।
গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩ টায় হাজী বাহার এমপি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ও সন্ধ্যায় নগরীর ২০ নং ওয়ার্ডের কাজীপাড়া,১৯ নং ওয়ার্ডের পকেট গেইট ও রাতে ১৩ নং ওয়ার্ডের থিরা পুকুরপাড় এলকায় নৌকা প্রতীকের বিশাল উঠান বৈঠকে এসব কথা বলেন। প্রত্যেকটি উঠান বৈঠকেই নারী-পুরুষের বিপুল উপস্থিতিতে জনসভায় রুপ নেয়।এসব সভায় মহানগর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমপি বাহার এসময় আরও বলেন,১৯৭০ সালের নির্বাচনে জাতির ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে পেয়েছে স্বাধীন বাংলাদেশ।এবারের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে ঐক্যবদ্ধ হলে ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ। নির্বাচনকে ঘিরে আন্তরজার্তিক চক্রান্ত চলছে। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের।ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আগামী ৭ জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবেন। ভোট উৎসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তের জবাব দিতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD