নেকবর হোসেন
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,৩৯ বছরেও ওয়াদার বরখেলাপ করিনি। কোন অন্যায়কারীকে ছাড় দেইনি। কুমিল্লার মানুষের মঙ্গলে কাজ করেছি। সেই ১৯৮৪ সালে পৌর নির্বাচনে দুইটি ওয়াদা করেছিলাম। নির্বাচিত হলে সকল মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। সততার সাথে কাজ করব ,কোন অন্যায়কে প্রশ্রয় দিব না। কুমিল্লার উন্নয়নের প্রশ্নে আপোষ করিনি। আপনারা দেখেছেন, বিভাগ দাবীতে আপার (শেখ হাসিনা) সাথেও কুমিল্লা, কুমিল্লাই বলেছি।নেত্রী বলেছেন,মেঘনা। আমি বলেছি না আপা, কুমিল্লা। মোশতাকের কুমিল্লা বলে আমাদের অপবাদ দেওয়া হয়।৭ জানুয়ারী ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে এই কুমিল্লা শেখ হাসিনার। আমাদের মায়েদের সবছেয়ে বেশি সম্মানিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী ৭ তারিখ পুরুষের আগে মায়েরা কেন্দ্রেগিয়ে নৌকায় ভোট দিবেন। এই নৌকার মালিক শেখ হাসিনা,এই নৌকার মালিক বঙ্গবন্ধু।
গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩ টায় হাজী বাহার এমপি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ও সন্ধ্যায় নগরীর ২০ নং ওয়ার্ডের কাজীপাড়া,১৯ নং ওয়ার্ডের পকেট গেইট ও রাতে ১৩ নং ওয়ার্ডের থিরা পুকুরপাড় এলকায় নৌকা প্রতীকের বিশাল উঠান বৈঠকে এসব কথা বলেন। প্রত্যেকটি উঠান বৈঠকেই নারী-পুরুষের বিপুল উপস্থিতিতে জনসভায় রুপ নেয়।এসব সভায় মহানগর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমপি বাহার এসময় আরও বলেন,১৯৭০ সালের নির্বাচনে জাতির ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে পেয়েছে স্বাধীন বাংলাদেশ।এবারের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে ঐক্যবদ্ধ হলে ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ। নির্বাচনকে ঘিরে আন্তরজার্তিক চক্রান্ত চলছে। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের।ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আগামী ৭ জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবেন। ভোট উৎসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তের জবাব দিতে হবে।