নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, বিগত ১৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন ব্রিটিশরা করতে পারেনি, পাকিস্তানীরা করতে পারেনি, জিয়া-এরশাদ -খালেদা করতে পারেনি। আমি কুমিল্লায় কোন কাজ বাকি রাখিনি। নিজ দায়িত্বে আপনাদের সব কাজ করে দিয়েছি। আমি বলি কুমিল্লা এগুলে, এগোবো বাংলাদেশ। কুমিল্লা আজকে অনেক ক্ষেত্রে সারাদেশের উদাহরণ। আগামী ৭ জানুয়ারি কুমিল্লাকে সারা দেশের নৌকার ভোট উতসবেরও উদাহরণ তৈরি করতে হবে । সবাই পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে শেখ হাসিনার মার্কা নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) নগরীর ১ নং ওয়ার্ডের বিজ্ঞপুর মৌলভীপাড়া ও ৩ নং ওয়ার্ডের রেইসকোর্স, সন্ধ্যায় দূর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া, রাতে ৩ নং দক্ষিণ দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুরে এলাকায় গণ সংযোগ ও কয়েকটি উঠান বৈঠকে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন,
দীর্ঘ ৫০ বছর ধরে সকল লোভ লালসার উধ্বে উঠে কুমিল্লার মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমার রাজনৈতিক জীবনে যখনই সংকটে পড়েছি, কুমিল্লা মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আগামী ৭ তারিখ পর্যন্ত আমার পক্ষে থাকুন, শেখ হাসিনার নৌকার সাথে থাকুন, আগামী ৫ বছর আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। বিগত ১৫ বছরে আমার নির্বাচনী এলাকায় আপনাদের কোন কাজ বাকি রাখি নাই। দেখন যে সমস্যা দেখেছি, নিজ দায়িত্বে করে দিয়েছি। এক সময় কুমিল্লায় এলাকায় এলাকায় মাস্তান সৃষ্টি হয়েছিল।আমি এমপি নির্বাচিত হওয়ার পর মাস্তানি বন্ধ করে দিয়েছি। ইভটিজিং,সন্ত্রাস -চাঁদাবাজি বন্ধ করেছি। আজকে কুমিল্লা রেমিট্যান্সে এক নম্বর। শহরের দিকে তাকালে দেখা যায় বড় বড় অট্টালিকা উঠছে। মানুষ কষ্টাজিত টাকা দিয়ে বিল্ডিং বানাচ্ছে। কাউকে এক চাঁদা দিতে হয়না। কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কুমিল্লার ব্যবসায়ীরা আজ শান্তিতে ব্যাবসা করছে। এক সময় বাস মালিকদের মাসিক চাঁদা দিতে হত। আজ বাস মালিকরা চাঁদাবাজমুক্ত।
তিনি আরও বলেন,নির্বাচনকে ঘিরে আন্তরজার্তিক চক্রান্ত চলছে। আগামী ৭ জানুয়ারী ভোট উতসবের মাধ্যমে তা প্রমাণ করতে হবে শেখ হাসিনার পক্ষে জাতি ঐক্যবদ্ধ ।
উক্ত প্রচার প্রচারনায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ডা আব্দুল বাকি আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা সিটি করর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের কাউন্সিল সরকার মাহমুদ জাবেদ সহ আওয়ামীলীগের
দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।