1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
পানি কেটে ভাগ করা যাবে,কিন্তু কুমিল্লার মানুষের সাথে আমার সম্পর্ক ভাগ করা যাবে না- এমপির বাহার - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

পানি কেটে ভাগ করা যাবে,কিন্তু কুমিল্লার মানুষের সাথে আমার সম্পর্ক ভাগ করা যাবে না- এমপির বাহার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, পানি কেটে ভাগ করা যাবে, কিন্তু কুমিল্লার মানুষের সাথে আমার সম্পর্ক ভাগ করা যাবে না। ৫০ বছরের রাজনীতিতে আমি কুমিল্লার মানুষের সাথে রয়েছি। ন্যায় কাজ করেছি, সততার সঙ্গে রাজনীতি করেছি। ওয়াদার বরখেলাপ করেনি। কুমিল্লার মানুষ কে আমি যেমমনি ভালোবাসি, তারাও তেমনি আমাকে ভালোবাসে। চারিদিকে তাকিয়ে দেখেন, নৌকার গণ জোয়ার বইছে ।
গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগ করেন ও উঠান বিকেলে বিবির বাজার হাইস্কুল মাঠে,সন্ধ্যায় ২৬ নং ওয়ার্ডের গোয়ালমথন, ২৫ নং ওয়ার্ডের তারাপটুয়া ও রাতে ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে আয়োজিত বিশাল বৈঠকে বক্তব্য রাখেন এমপি বাহার।
এসব সভায় এমপি বাহার আরও বলেন, জনগনের ভোটে জয়ী হয়ে দীর্ঘ ১৫ বছরে উন্নয়ন অগ্রগতিতে জাতির মাথা উচু করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত চলছে। জাতির স্বার্থে শেখ হাসিনার পক্ষে ঐক্যর প্রয়োজন। ১৯৭০ সালের নির্বাচনে জাতির ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে পেয়েছে স্বাধীন বাংলাদেশ। এবারের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে ঐক্যবদ্ধ হলে ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ। নির্বাচনকে ঘিরে আন্তরজার্তিক চক্রান্ত চলছে। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের। ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আগামী ৭ জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবেন। ভোট উৎসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তের জবাব দিতে হবে।
উক্ত প্রচার প্রচারনায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ডা আব্দুল বাকি আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেখুর রহমান, আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন সহ আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD