মোঃ রেজাউল হক শাকিল।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন ছিল আজ। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন। এতে বেড়েছে নির্বাচনের আমেজ। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে দলীয় ও স্বতন্ত্রসহ ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান সকাল ১১টায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ০৯ জন প্রার্থীকে তাদের প্রতীক বরাদ্দ দেন। এসময় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এড. আবুল হাসেম খানকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেনকে ফুলকপি, আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীকে কাঁচি, আলহাজ্ব মোহাম্মদ আবু জাহেরকে কেটলি, সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ইগল, এহতেশামুল হাসান ভূঁইয়া রুমিকে ট্রাক, জাতীয় পার্টির মনোনীত মোঃ জাহাঙ্গীর আলমকে লাঙ্গল, বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনিত মুফতী বাকী বিল্লাহকে একতারা প্রতীক বরাদ্দ দেন।