মারুফ হোসেন:
সোমবার(১৮ ডিসেম্বর)কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর পীরযাত্রাপুর হাইস্কুল মাঠে স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের আলহাজ্ব সাজ্জাদ হোসেন এর পক্ষে ভোটারদের মাঝে বিরিয়ানি খাওয়ানোর অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১০(চ) বিধি লংঘন করায় ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মোঃ জসীম উদ্দিন নামে এক সমর্থককে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন । এবং বিরিয়ানি জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে। একাজে বুড়িচং থানার পুলিশ সহযোগিতা করেন।
মোঃ ছামিউল ইসলাম বলেন নির্বাচনী প্রচারণায় আচরণ বিধিমালা লঙ্ঘন হলে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হবে।