দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।
সফিকুল ইসলামের দুটি নতুন বই পাওয়া যাবে এবারের অমর একুশে বইমেলায়।
১. কবিতার বই ‘‘চিন্তানুরণন‘‘
প্রচ্ছদ করেছেন ‘আল নোমান‘, প্রকাশক: ‘মাত্রাপ্রকাশ‘।
২. গল্পের বই ‘‘লুকোচুরির জীবন‘‘
প্রচ্ছদ করেছেন ‘রাজীব দত্ত‘, প্রকাশক: ‘সৃজন‘।
দুটি বই মেলায় আসবে ১২ তারিখের পরে। সংগ্রহ করতে পারবেন মাত্রা প্রকাশের স্টল থেকে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার লেখককে স্টলে পাওয়া যেতে পারে।
স্টল নম্বর #৩৮০-৩৮১।
গত বছর প্রকাশিত কবিতার বই ‘‘যে কথা যায় না বলা‘‘ আগামী প্রকাশনীর প্যাভিলিয়নে এবারও পাওয়া যাবে স্টক শেষ না হওয়া পর্যন্ত। গত বছর যে কথা যায় না বলা গ্রন্থটি পাঠকদের মধ্যে বেশ সারা ফেলেছে। ব্যাক্তি জীবনে ড. সফিকুল ইসলাম একজন নগরবিদ হলেও তিনি কবিতা ও সাহিত্য খুব ভালবাসেন। যা তার লেখনিতে বুঝা যায়। তিনি দেশের জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তরসহ অনেক জাতীয় পত্র পত্রিকায় লেখা লেখি করছেন অনেক দিন যাবত।