মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সহকারি প্রধান শিক্ষক ও আয়া নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারি প্রধান শিক্ষক পদে ১৩ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। এতে সহকারি প্রধান শিক্ষক পরীক্ষায় নিয়োগ হয়েছেন মোঃ আতিকুর রহমান। আয়া পদে নিয়োগ পেয়েছেন মোসাঃ নাসরিন আক্তার। অত্যন্ত সুন্দর ও নিরপেক্ষভাবে স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নিয়োগ বোর্ডে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, সহকারি শিক্ষক শাহীন কাদির, সহকারি শিক্ষক আব্দুল আলীম। এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, সদস্য যথাক্রমে মোঃ বজলুর রহমান, ওমর ফারুক পল্টু, আলী আক্কাস, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খোরশেদ আলমসহ স্কুলের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।