মারুফ হোসেন:
শুক্রবার ১৫ ডিসেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর মাওড়া বাজার এলাকায় কবির হোসেন এর বাড়িতে বৃহৎ পরিসরে গণ জমায়েত করে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সাজ্জাদ হোসেন এর পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করার অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মোঃ কবির হোসেন (৪৮) কে ৫০০০/ ( পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম।একাজে বুড়িচং থানার পুলিশ সহযোগিতা করেন।
মোঃ ছামিউল ইসলাম বলেন ভোট গ্রহণের তিন সপ্তাহে আগে কেউ নির্বাচনী প্রচারণা করলে তা আচরণ বিধিমালা লঙ্ঘন হয়।এ অভিযোগে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হবে।