1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় বাল্যবিয়ে করতে এসে ২ মাসের কারাদণ্ড পেল বর - Dainik Cumilla
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় দশ বছর ধরে আওয়ামী প্রভাবে বহাল তবিয়েতে গবেষণা কর্মকর্তা ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন- সৈয়দ তাহের লাকসামে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল কুমিল্লার ধর্মসাগর থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী ফ্রন্টের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষ, হতাহত ২০ কুমিল্লা-চাঁদপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু, আহত পাঁচজন

কুমিল্লায় বাল্যবিয়ে করতে এসে ২ মাসের কারাদণ্ড পেল বর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাল্যবিবাহ করার অভিযোগে সৌদি প্রবাসী বরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে এক বিয়েবাড়িতে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন একই উপজেলার উত্তর তেতাভূমি এলাকার মৃত ছাদেকুর রহমানের ছেলে মো. রাজিব রানা (৩০)।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের মোস্তফা কামালের মেয়ে এইচএসসি (১ম বর্ষের) পরীক্ষার্থীর (১৬) বিয়ের প্রস্তুতি চলছে। খবর পেয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন এবং কয়েকজন পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে যান।
এদিকে বিয়ে বাড়িতে পৌঁছার আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায় এবং বিয়ের অনুষ্ঠানে বর ও কনেকে উপস্থিত পায়।
ইউএনও তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ বিরোধ আইনে বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পুলিশ বরকে থানা হাজতে নিয়ে যায়।
ইউএনও স ম আজহারুল ইসলাম জানান, রাজিব রানার সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। বরপক্ষ ইতোমধ্যে কনের বাড়িতে উপস্থিত হয়। এলাকাবাসীর কাছে বাল্যবিবাহের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ও মহিলা বিষয়ক কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সহায়তায় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মেলে। ভ্রাম্যমাণ আদালতের কাছে কনেপক্ষের লোকজন ও বর তাদের অপরাধ স্বীকার করে নেন। পরে বিকাল ৪টার দিকে বাল্যবিবাহ নিরোধ আইনে বিবাহ নিবন্ধন বাতিল করাসহ বরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD