মোঃ রেজাউল হক শাকিল:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোরো মৌসুমে বোরো ধানের আবাদ ও অধিক উৎপাদনের লক্ষ্যে ২৬শ কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।
সোমবার ( ৪ ডিসেম্বর ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।
এতে প্রত্যেক কৃষককে বিনামূল্যে পাঁচ কেজি করে বোরো ধানের বীজ, দশ কেজি করে এমওপি ও দশ কেজি করে ডিএপি সার দেওয়া হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক। সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হোসেন মিয়া।
এসময় উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রেহান উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, আবুল হোসেন, আলেক হোসেন প্রমূখসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।