মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ "ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে" উৎসবমুখর পরিবেশে ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি লটারি ড্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে সরাসরি লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন স্কুলের সহকারি শিক্ষক হাফেজ মোঃ এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও লটারি ড্র উদ্বোধন ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির। জানা যায়, ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে সরকার কর্তৃক লটারি ড্র প্রক্রিয়া গ্রহন করেছে। স্বচ্ছ মাধ্যমে ভর্তি হতে এই লটারি প্রক্রিয়া চালু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় এবছর অত্র স্কুলে ২৫০ জন শিক্ষার্থী লটারি ড্র প্রক্রিয়ার মাধ্যমে স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এসময় স্কুল নির্বাহী কমিটির সভাপতি নাজমুল হাছান শরীফ, স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আল-আমিন, সহকারি শিক্ষক যথাক্রমে মোঃ মাজহারুল হক, মোঃ দিদার মোস্তফা, হুমায়ুন কবির ভূইয়া, রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, ডালিম মিয়াসহ শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এইদিন স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিদ্যালয় প্রানবন্ত করে রাখে।