মোঃ রেজাউল হক শাকিল ।।
"শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, এই তিনের সমন্বয়ে আলোকিত শিক্ষার্থী তৈরী সম্ভব" এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সরণ এর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ ওবায়দুল হক ও জ্যেষ্ঠ প্রভাষক ননী গোপাল সূত্রধর এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম। এসময় কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ একটি জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই কলেজের আলোকিত মানুষ আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের সৃষ্টি করেছেন কলেজটি।