নেকবর হোসেন ।।
কুমিল্লা নগরীর ৪ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার ডেলনি রোডের সৈয়দ ভিলা নামক বাড়ির ভিতর থেকে ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দুই চোরের মোটরসাইকেল চুরি করে নেয়ার ভিডিও দৃশ্য পাওয়া গেছে।
কুমিল্লা নিউমাকের্টের কুয়াশা ক্রিয়েশানস এর মালিক মো: আনোয়ার পারভেজ সুমন মোটরসাইকেলটির মালিক।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিট থেকে সোয়া ৯ টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।