মোঃ রেজাউল হক শাকিল।।
দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বৃহস্পতিবার আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এড. আবুল হাসেম খান এমপি সহ মোট ৮ জন প্রার্থী মনোয়নপত্র জমা হয়েছে। সবচেয়ে বেশি জমা পড়েছে স্বতন্ত্র প্রার্থী ৬ জনের মনোনয়ন এ
দিকে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, জাতীয় পাটির নাঙ্গল প্রতীকে মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় পরিষদের সদস্য বাকীবিল্লাহ৷ এসময় নির্বাচনে জয়ী হবার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা৷