তাপস চন্দ্র সরকার ।।
কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন মোকাম, ভারেল্লা উত্তর-দক্ষিণ ইউনিয়নের দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন।গত সোমবার বিকালে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল নেতাকর্মী তাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য সমর্থন দেন। এসভায় শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ভারেল্লা মসজিদে মাগরিবের নামাজ শেষে ওই বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, ফারুক আহমেদ, কাউসার আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সর্বশেষ ভারেল্লা উত্তর ইউনিয়ন এর কংশনগর বাজারের কুমিল্লা-সিলেট মহাসড়কে শত শত নেতাকর্মীরা প্রদক্ষিণ করে। পরে কংশনগর দক্ষিণ বাজার এফ রহমান মার্কেটের সামনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আলিম এবং পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মাসুসুদ্দুজ জামান মাসুম।
এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আবু ইসলাম, কবির হোসেন, লিটন মিয়া, জসিম উদ্দিন মেম্বার, শিপন মেম্বার, অহিদুর রহমান অকি, ফারুক আহমেদ ফটিক, ডা. আবুল খায়ের, ইউনুস মিয়া মেম্বার, আতিকুর রহমান, সুলতান আহমদ, ইকবাল হোসেন, নাসের মাহমুদ, আমির সোহেল, নাজমুল হাসান, রাকিবুল ইসলাম, আনোয়ার পারভেজ, জহিরুল ইসলাম, মীর মোহাম্মদ জজু, নুরুল আমিন মাষ্টার, আবুল হাসেম, জহিরুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, শাহ আলম মেম্বার, জসিম উদ্দিন মেম্বার-২, আবু হাসান ভূইয়া, সফিকুল ইসলাম, আসিফ আকবর, রাহাত ভূইয়া। এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্বতন্ত্র পদ প্রার্থী আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন সকল নেতাকর্মীদের নিকট জানতে চান নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হিসেবে দেখতে চান কি না? উপস্থিত শতশত নেতাকর্মী এক বাক্যে হাত উঠিয়ে তাকে সমর্থন দেন এবং ভোট দেয়ার প্রতিশ্রুতি ও দেন।