নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। তিনি কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
অপরদিকে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মুনতাকিন আরশাফ টিটু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফের পুত্র।
রোববার (২৬ নভেম্বর) রাতে দলীয় মনোনয়ন বঞ্চিত ওই দুই নেতা তাদের ফেসবুক পেইজে এ ঘোষণা দেন।
তারা জানান, জনগণের স্বার্থে স্বতন্ত্র থেকে প্রার্থীতা ঘোষণা করেছেন।