তাপস চন্দ্র সরকার।।
আসছে ১৩ ডিসেম্বর বুধবার থেকে ১৬ ডিসেম্বর শনিবার ৪দিন ব্যাপী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন উত্তর শেফালীপাড়াস্থ তিলক সাধুর আখড়ায় শেফালীপাড়া সমাজ কল্যাণ তরুণ সংগঠন ও স্বপ্নচারী তরুণ সংগঠন এর যৌথ আয়োজনে উত্তর শেফালীপাড়া সার্বজনীন সনাতন হরিসভার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে প্রথমদিন ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টা হতে যথাক্রমে গঙ্গা আবাহন ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক। এরপর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কবি রূপসা শ্রী শ্রী জগন্নাথ মন্দির হতে আগত শ্রী মানিক কৃষ্ণ গোস্বামীর পরিবেশনায় শ্রীমদভগবদগীতা পাঠ। পাঠান্তে নামযজ্ঞের অধিবাস এবং সভান্তে প্রসাদ বিতরণ।
দ্বিতীয়দিন ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার অরুণোদয়ে হরিনাম যজ্ঞারম্ভ, অহোরাত্র নামযজ্ঞ এবং মধ্যাহ্নে রাজভোগ। এতে পুরোহিত্য করবেন চাঁদপুর শাহরাস্তি হতে আগত শ্রী দুলাল কৃষ্ণ গোস্বামী।
তৃতীয়দিন ১৫ ডিসেম্বর শুক্রবার অরুণোদয়ে হরিনাম যজ্ঞারম্ভ, অহোরাত্র নামযজ্ঞ এবং মধ্যাহ্নে রাজভোগ অন্তে প্রসাদ বিতরণ।
চতুর্থদিন ১৬ ডিসেম্বর শনিবার অরুণোদয়ে হরিনাম যজ্ঞ সমাপন, সমাপনান্তে নগর পরিক্রমা, ধূলট উৎসব, বিশ্ব শান্তি বারি গ্রহণ এবং প্রসাদ বিতরণ।
এতে মধুর নাম সূধা পরিবেশন করবেন সূদুর গোপালগঞ্জ হতে আগত শ্রী শ্রী রাধামোহন সম্প্রদায়, খুলনা শ্রী শ্রী কমল কৃষ্ণ সম্প্রদায়, চট্টগ্রাম সুরধ্বনি সম্প্রদায়, নোয়াখালী শ্রী শ্রী দূর্গা মন্দির সম্প্রদায়, লক্ষ্মীপুর শ্রী শ্রী কৈবল্যনাথ সম্প্রদায় ও রামগঞ্জ শ্রী শ্রী মনোরঞ্জন সম্প্রদায়।
এ সনাতনী উৎসবের প্রতিটি পর্বের সাফল্য আপনার স্ববান্ধব স্নিগ্ধ সুন্দর উপস্থিতি, মানবীয় সহযোগিতা ও ঐকান্তিক সহানুভূতি একান্তভাবে কামনা করেন উত্তর শেফালীপাড়া সনাতন হরিসভার দীন সেবকবৃন্দের পক্ষে সভাপতি শ্রী স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী দেবব্রত দাশগুপ্ত গিনু, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মণ চন্দ্র দাস ও কোষাধ্যক্ষ উত্তম দাস।