স্টাফ রিপোর্টার।। ইউসুফ বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ৩০ জন ছাত্রদের মাঝে যাত্রিক নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে যাত্রিকের মনোগ্রাম সম্বলিত শীতব স্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যরাখেন যাত্রিকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউসুফ হাই স্কুলের প্রধান শিক্ষক শুভাষ চন্দ্র বীর,সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান সরকার, যাত্রিকের পরিচালনা পর্ষদের সদস্য নাছের মিয়াজি বাবু, সহ সাধারন সম্পাদক গোলাম হাসনাঈন নাঈম, সদস্য প্রান্ত গাঙ্গুলি সহ স্কুলের সকল শিক্ষক বৃন্দ। সুয়েটার বিতরন শেষে স্কুলের প্রধান শিক্ষক উপস্হিত ছাত্রদের মাঝে মেধা যাচাই মূলক প্রশ্ন করেন যে, " বর্তমান ইউসুফ স্কুলের পরিচালনা কমিটির সভাপতি কে? " স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র ওয়াসিফ সাবেরী সর্বপ্রথম উত্তর "অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার " সঠিক উত্তর দেয়ায় উক্ত ছাত্রকে প্রণোদনা পুরস্কার বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন যাত্রিক নাট্য গোষ্ঠী সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার