নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর পর উৎসব মুখর পরিবেশে ফরম সংগ্রহ করছেন কুমিল্লার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করছেন তারা। কুমিল্লার ১১টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশীদের অনেকে নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আবার অনেক আসন থেকে সম্ভাব্য প্রার্থীর পক্ষে তার সমর্থক নেতারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
কুমিল্লায় আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা- শনিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী লীগের বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী নেতা দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসন থেকে এলজিআরডি মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি,কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ড. প্রাণ গোপাল দত্ত এমপি, এডভোকেট শাহজালাল মিঞা শিপন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন থেকে সেলিমা আহমেদ মেরী এমপি, কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, কুমিল্লা-৫ আসন থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুছ ছালাম বেগ, জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
কুমিল্লায় আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা- মনোনয়ন ফরম সংগ্রহের পর কুমিল্লা-৬ (সদর) আসন থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, আমি তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শনিবার আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রিয় নেত্রী, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ কুমিল্লাবাসীর ভোটে এমপি নির্বাচিত হবো। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দিবেন ইনশাল্লাহ।
এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শনিবার (১৮ নভেম্বর), চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
কুমিল্লায় আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা- বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।