তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার তিতাসে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের শুভ উদ্ধোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু্ক্তি মন্ত্রী মোস্তফা জাব্বার।
প্রতিষ্ঠান উদ্ধোধনের পুর্বে তিতাস উপজেলা পরিষদ মাঠে পৌঁছালে সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় তাকে।
শনিবার দুপুরে কড়িকান্দি বাজারস্থ ফোর স্টার টাওয়ার মাঠে তিতাস শাখার চেয়ারম্যান ড.সন্তোষ মজুমদারের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইফতা-উর রহমান ইমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনন্দ কম্পিউটার্স প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই,কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো.মোশারফ হোসেন,কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা,তিতাস উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশিক-উর রহমান তিতাস উপজেলা শিক্ষা অফিসার রকিব উদ্দিন,আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ তিতাস শাখার প্রতিষ্ঠাতা পরিচালক মো.সাইফসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।