নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর ৪নং ওয়ার্ড কাপ্তান বাজারের কন্ট্রাকটর বদলের গলিতে নাসির ডাক্তারের বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে নাসির ডাক্তারের বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এছাড়াও আশেপাশের চার পাঁচটি বাড়ির আংশিক ক্ষতি হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।