মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অভিভাবক ও সুধীজন সমাবেশ বৃহস্পতিবার সকাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে৷ ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল ফরহাদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শিবু চন্দ্র সরকার৷ অভিভাবক ও সুধীজন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান আখন্দ বাবু, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মদ, প্রধান শিক্ষক এ কে এম মোজাম্মেল হক, প্রভাষক কাজী মোঃ আরিফুল ইসলাম, ষাইটশালা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন ৷ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার মানউন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷