মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ৮ নভেম্বর ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ
মো: নজরুল ইসলাম(৪২) নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটিদল উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সদর ইউনিয়নের (ব্রাহ্মণপাড়া - হরিমঙ্গল) গামী রোডের সাব্বির খেলাঘর এন্ড কসমেটিক্স হাউস এর সামনে থেকে সিএনজি যোগে ভারতীয় চিনি পাচার কালে মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার দখল হইতে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ১ টি সিএজি জব্দ করে। সিএনজির রেজিঃ নং-কুমিল্লা-থ-১২-৫৩৯৫।
গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাভূমী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপর আসামী একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মো: হাসান(৩২) পালিয়ে যায়।
এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।