মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন৷ বৃহস্পতিবার সকাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন এলাকার ২০ টি পূজা মন্ডপের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সমস্যার সমাদানে করনিয় নিয়ে মতবিনিময় করা হয়৷ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীন, মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, মালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন সহ আনসার ও ভিডিপি সদস্যরা। সভা শেষে উপজেলায় অনুষ্ঠিত ২০টি পূজামন্ডপে আনসার ও ভিডিপি সদস্যরা তাদের নির্ধারিত স্ব-স্ব মন্ডপে দায়িত্ব পালনের জন্য রওয়ানা দেয়৷ কোন প্রকার গুজবে কান না দিয়ে যে কোন তথ্য প্রশাসনকে জানানোর জন্য আহবান জানানো হয় আনসার ও ভিডিপি সদস্যদের৷