গোলাম হোসাইন তামজীদ।।
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, কোতয়ালী এর নেতৃত্বে অদ্য ০১/০২/২০২৩খ্রিঃ তারিখ অত্র থানা এলাকায় তিনটি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২০ (বিশ) কেজি গাঁজা সহ ০১ জন আসামী মোঃ জমির আলী(৪০)
এসআই (নিঃ) জীবন কৃষ্ণ মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১০ (দশ) কেজি গাঁজা সহ ০১ জন আসামী মোঃ মিঠু(২৫) এবং এসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৪ (চার) কেজি গাঁজা সহ ০১ জন আসামী মোঃ মনির হোসেন (২১) কে গ্রেফতার করেন। কোতয়ালী মডেল থানা পুলিশ। মাদক আইনে মামলা রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।