মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ওই বিদ্যালয় চত্তরে দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় সভাপতি লায়ন মোস্তফা কামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন, শিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া।
এছাড়া, বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের পক্ষ থেকে মো. দেলোয়ার হোসেন, দুলালপুর এসএমএন্ড কে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাসির উদ্দিন (বিএসসি), অভিভাবক সদস্য মো. মাজেদুল ইসলাম, মো. মমিনুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, দাতা সদস্য মো. আবু তাহের, জয়নাল হোসেন জানু মেম্বার, কানাডা প্রবাসী মো. শফিকুল ইসলাম। এছাড়া, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মো. খোরশেদ আলম, ফরিদ উদ্দিন মাস্টার প্রমূখসহ শিক্ষক—শিক্ষিকা, ছাত্র—ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা।