নেকবর হোসেন:
কুমিল্লার চান্দিনা থেকে পুলিশ পরিচয়ে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রায় ১টায় চান্দিনা থানা ভবনের কাছাকাছি স্থান থেকে ওই অটোরিক্সাটি ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনায় চান্দিনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অটোরিক্সা চালক রবিউল হাসান।
বরুড়া উপজেলার খোশবাস গ্রামের রবিউল হাসান জানান, গত ২৮ মে কিস্তিতে ওই অটোরিক্সাটি কিনেন তিনি। গতকাল (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রামমোহন বাজারে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় দুইজন ব্যক্তি কোমড়ে পিস্তল ও হাতকড়া নিয়ে পুলিশ পরিচয় দিয়ে চান্দিনায় আসার জন্য তার অটোরিক্সায় উঠেন। অটোরিক্সাটি চান্দিনা থানা অতিক্রম করে একটি দোকানের সামনে রেখে এক ব্যক্তিকে ডেকে আনার জন্য তাকে পাঠায়। কয়েক মিনিট পর এসে দেখেন তারা অটোরিক্সাটি নিয়ে পালিয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।