তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন অস্থায়ী কার্যালয় ও গোডাউনে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রবিবার রাত একটায় ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদের হরিপুরের নিজ বাসভবনে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে অনেন।
খবর পেয়ে রবিবার সকাল দশটায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ।
এ ব্যাপারে ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বক্তব্য না দিয়ে বলেন,আমি উপজেলা থেকে এসে কথা বলব।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।