1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
টানা বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা - Dainik Cumilla
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০ কুমিল্লার হোমনাসহ দেশের বিভিন্ন স্থানে মাজার, দরবার ও খানকা শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও বিচার দাবি: গাউছিয়া ইসলামিক মিশন মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের ১ বছর পর যুবকের লাশ উত্তোলন কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ কুমিল্লায় মাজার ভাঙচুর ও আগুনের ঘটনায় গ্রেপ্তার ২ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ। চৌদ্দগ্রামে মেধা বিকাশ ইংলিশ লার্নিং স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

টানা বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কয়েক দিনের হালকা ও মাঝারি বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষতি হওয়ার আশঙ্কায় রয়েছেন চাষিরা। অনেক জমিতে জমেছে বৃষ্টির পানি। এতে শীতকালীন আগাম সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, ওলকপি, গাজর, লেটুস, পালংশাক, ব্রকলি, শালগম, টমেটো, মুলা, ঢেঁড়স, লাউ ও বেগুন জাতের বিভিন শীতকালীন আগাম ফসলের ক্ষতি হয়েছে বলে জানান উপজেলার অনেক চাষি।

শনিবার (৭ অক্টোবর) সরেজমিনে উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু কিছু এলাকায় শীতকালীন আগাম সবজি কিছুটা আক্রান্ত হয়েছে। তবে সবজির ক্ষতি হয়েছে এ রকম কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। সব ধরনের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কৃষকদের পাশে রয়েছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার মালাপাড়া ইউনিয়নের কৃষক খোরশেদ আলম বলেন, এবার ৪ শতক জমিতে আগাম পুঁইশাক, লালশাক ও ঢেঁড়স চাষ করেছি। এভাবে আর দু-একদিন বৃষ্টি হলে ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

মহালক্ষীপাড়া এলাকার চাষি সোহেল রানা বলেন, আগাম জাতের সবজির আবাদ করেছিলাম, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান কালবেলাকে বলেন, কয়েকদিনের বৃষ্টিতে শীতকালীন আগাম সবজির ক্ষতি হয়েছে, এ রকম কোনো তথ্য আমরা এখনও পাইনি। তবে কদিনের বৃষ্টি কিছু কিছু জায়গায় শীতকালীন আগাম সবজি আক্রান্ত হয়েছে। আরও কিছুদিন গেলে হয়তো ক্ষতির বিষয়টি বোঝা যাবে। আমরা সব পরিস্থিতিতেই বিভিন্ন পরামর্শ নিয়ে প্রান্তিক কৃষকদের পাশে আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD