মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় ও এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ইউএনও সোহেল রানাকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন চান্দলা কেবি হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র শীল। শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া'র সঞ্চালনায় বক্তব্য দেন বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন।
এছাড়া, শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, পোমকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সরকার, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীন কাদির, টাকই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মজুমদার, বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, বেজুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক খোরশেদ আলম, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান তালুকদার, শশীদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, পূর্ব চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জসিম উদ্দিন, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান আবদুল হান্নান, তেতাভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান তাজুল ইসলাম ভূইয়া, কান্দুঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শানু মিয়া, জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকতার ভূইয়া, বাগড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, মালাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।