তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে পরোয়ানাভুক্ত আসামি উপজেলা যুবদলের বর্তমান কমিটির আহ্বায়ক মজিবুর রহমান সরকার(৫৩)কে আটক করেছে তিতাস থানা পুলিশ।
রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা জিয়াকান্দি ব্রিজের উত্তর পার্শ্ব গৌরিপুর হোমনা সড়ক থেকে আটক করে তাকে।
মুজিবুর রহমান উপজেলা মজিদপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে ও মেসাস ফাইজা কনস্ট্রকশন এর মালিক।
তিতাস থানার এসআই মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার এসআই পুষন সাহা, রাফি,মাহমুদুল হাসান, তপন চন্দ্র দাশ'সহ থানা এলাকায় চলমান বিশেষ অভিযানে ২টি সিআর সাজা পরোয়ানা একটিতে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০,০০,০০০/- টাকা জরিমানা এবং অপরটিতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২,০৫,০০/-জরিমানা) ও ৫টি সিআর পরোয়ানাসহ মোট ৭টি পরোয়ানাভুক্ত আসামি মুজিবুর রহমানকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়।